সালাম-রফিক জীবন দিলো
বাংলাভাষার তরে,
বাঙালীরা বাংলালেখায়
ভুগছে এখন জ্বরে।
বাংলাবানান-শব্দগঠন
বাক্য-পদের শুদ্ধপঠন
ভুলছে নারী-নরে।
বাংলা রেখে হিন্দী শেখে
উর্দু এবং ফার্সী লেখে
কেমন করে লোকে?
বাংলাভাষার বেহালদশায়
হৃদয় পোড়ে শোকে।
ইংরেজি আর বাংলা মিলে
মিশ্রভাষায় ভাষণ দিলে
সেই তো ডিজিটাল,
এসো এমন মিশ্র ভুলে
সঠিকবাংলা মুখে তুলে
বাঁচায় দেশের হাল।
(০২/০২/২০১৭)