আবুজার গিফারী
আমরা কিশোর আমরা তরুণ
আমরা গাছের ডাল,
আমরা আজি ছোট্ট তবু
বীর আগামীকাল।
আমরা কচি আমরা কাঁচা
আমরা পাখির দল,
সবাই মিলে মগডালে অই
তাই বাড়াবো বল্।
শত্রু যদি হিংসা করেই
আঘাত করে আজ,
ঐক্যসুরে যুদ্ধে যেতে
সাজবো রণসাজ।
আমরা যেদিন থাকবো রাজা
দেশ দ্রোহিদের দেবোই সাজা
ভয় পাব না ভয়,
আমরা কিশোর বীরেরজাতি
যুদ্ধনেশায় আমরা মাতি
পিছপা হবার নয়।
তোমরা সবাই করবে দোয়া
আমরা করবো জয়।
(২৩/১০/২০১৬)