Edit Content
Click on the Edit Content button to edit/add the content.

আবুজার গিফারী

কিচির-মিচির সুরে,

ফুড়ুৎ করে টুনটুনিটা

হারিয়ে গেলো উড়ে,

সুনীল আকাশ বিমল বাতাস

দূরের সমুদ্দুরে।

ঝাপটে দুটি ডানা,

ইচ্ছেমতো ঘুরে বেড়ায়

নেই কো কোনো মানা,

সবুজ-শ্যমল দূর্বা-কমল

সব কিছু তার জানা।

পাতার ফাঁকে ফাঁকে,

কখনো বা নীরব মনে

চুপটি মেরে থাকে,

কলমি-লতায় পা জড়িয়ে

কেমন যেনো ডাকে।

মধুর কূজন শুনি,

স্বাধীনতার গভীর নেশায়

আশার স্বপন বুনি,

বাঁধনহারা মনটা আমার

চায় হতে টুনটুনি

(১৬/১০/২০১৮)

নতুন প্রভাত

আবুজার গিফারী

 

অরুণরাঙা কোমল ভোরে ‌

নব আলো সকল দোরে

দেয় ছড়িয়ে আজ,

স্মৃতির পাতায়

 প্রীতির খাতায় 

নতুন সনে নতুন শাখায়

নিপুন কারুকাজ।

 

পাহাড়সম ভুল অগনন

হতাশিত অতীত জীবন

ভুলে গিয়ে ভাই,

ফাগুন রাঙা নতুন প্রভাত

স্বাগত জানাই।

(১২/১১/২০১৯)

ভোট এলো

আবুজার গিফারী 

ভোট এলো

জোট এলো

কত লোকে নোট পেলো

কেউ দীলে চোট পেলো বেশ, 

টুকটাক কারচুপি

খুলি আজ কার টুপি?

একটুতে হবে না তো শেষ।

ক্ষণ এলে

জন এলে

কত জনগণ মেলে

একেবারে খাঁটি হয় রূপ,

কেউ যদি প্রতিবাদে

অযথাই জোরে কাঁদে

নোট পেয়ে হয়ে যায় চুপ।

মুখ তোলে

বুক তোলে

মঞ্চেতে দুখ তোলে

কেঁদে কেঁদে কী যে অনুভব, 

কোট-টাই-স্যুট পরে

কতশত রুট ধরে

অবশেষে লুট করে সব।।

(১৮/১০/২০১৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *