ভাল্লাগে নীলাকাশ
ভাল্লাগে জল,
ভাল্লাগে পর্বতে
ঝরণার ঢল।
ভাল্লাগে তটিনীর
ধ্বনি কলকল।
ভাল্লাগে টুনটুনি
দোয়েলের দল।
ভাল্লাগে প্রজাপতি
ভাল্লাগে ফুল,
সবুজের ধানক্ষেত
নেই যার তুল।
ভাল্লাগে স্রোতস্বিনী
নদীদের কূল,
ভাল্লাগে ঝনঝন
দু’কানের দুল।
ভাল্লাগে পাখিদের
গুনগুন গান,
ভাল্লাগে সবকিছু
বিধাতার দান।
(২১/১০/১৬)