আবুজার গিফারী
–
ভোট এলো
জোট এলো
কত লোকে নোট পেলো
কেউ দীলে চোট পেলো বেশ,
টুকটাক কারচুপি
খুলি আজ কার টুপি?
একটুতে হবে না তো শেষ।
–
ক্ষণ এলে
জন এলে
কত জনগণ মেলে
একেবারে খাঁটি হয় রূপ,
কেউ যদি প্রতিবাদে
অযথাই জোরে কাঁদে
নোট পেয়ে হয়ে যায় চুপ।
–
মুখ তোলে
বুক তোলে
মঞ্চেতে দুখ তোলে
কেঁদে কেঁদে কী যে অনুভব,
কোট-টাই-স্যুট পরে
কতশত রুট ধরে
অবশেষে লুট করে সব।।
(১৮/১০/২০১৮)