আবুজার গিফারী
–
সীমাহীন কষ্টের সাগরে আমি
সাতরিয়ে পার হতে পারি না
ব্যাথাতুর মনে শুধু ক্ষতের পাহাড়
কেউ তা তো ভেঙে দিতে পারে না
শুধু মা – শুধু মা
বোঝে সে আমার বেদনা।
–
কেউ তো আসে না এই আমার কাছে
যন্ত্রণা তাড়া করে যখন পাছে
আমার পাশে এসে
গভীর ভালোবেসে
বসে সে তো বসে একজনা…
–
ব্যথায় পাথর বেঁধে বুকে
কাতর যখনই অসুখে
পাশে থেকে সারারাত
মাথায় বুলিয়ে হাত
চুম একে দেয় মা মুখে
–
কেউতো বিপদ দেখে থাকেনা সাথে
দেয়না সাহস কভু দিবস-রাতে
আমার পাশে এসে
গভীর ভালোবেসে
সাহস তো দেয় একজনা….
(২০/০৫/২০)