Edit Content
Click on the Edit Content button to edit/add the content.

শিশিরফোটা আলতো ছোঁয়ায় 

ঝরতে থাকে,

গাছের শাখা এদিক-ওদিক

নড়তে থাকে,

সবাই সুখে কেমন যেনো

করতে থাকে,

সুরকারে গীতল সুরে

পড়তে থাকে,

আজ এসেছে হেমন্তটা সবুজ বাঁকে।

দিগন্তে ঐ উড়ছে পাখি ঝাঁকে ঝাঁকে।

::

শরৎ শেষে সোনার দেশে

ফিরে এলো,

কদম-কেয়া বিল-তটিনীর 

তীরে এলো,

ষড়ঋতুর স্রোতধারা 

চিরে এলো,

শ্বেত-নীলিমায় হিমেল বাতাস

ধীরে এলো,

সবাই প্রাণে সুখের ছোঁয়া খুঁজে পেলো,

হেমন্তটা শীতল ছায়ায় আবার এলো।

(১১/১০/২০১৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *